• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

বিচ্ছেদের পর ‘সুসংবাদ’ দিলেন কনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১০:৩০ এএম
বিচ্ছেদের পর ‘সুসংবাদ’ দিলেন কনা
দিলশাদ নাহার কনা

সপ্তাহখানেক আগেই বিবাহবিচ্ছেদের খবর দিয়েছেন দিলশাদ নাহার কনা। ওই সময় জানিয়েছিলেন, ব্যক্তিগত সংকট পেরিয়ে তিনি সংগীতে পুরোপুরি মনোযোগ দিতে চান। শুধু বলার জন্যই বলেননি, সত্যিকার অর্থেই সে কথা রাখলেন কনা। ভক্তদের দিলেন নতুন গানের সংবাদ।

আসছে কনার নতুন গান ‘সোনা জান’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আদিব কবির। নির্দেশনায় মোহন ইসলাম।

এ গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পাল। এই প্রথম বাংলাদেশে কাজ প্রসঙ্গে অলিভিয়া বলেন, ‘খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভাল না থাকলে সম্ভব নয়। এই কাজটা করে, সত্যিই খুব ভালো লেগেছে।’

Link copied!