• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

প্রকাশ্যে নরেন্দ্র মোদির লেখা গান ‘গারবো’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৪:৩৮ পিএম
প্রকাশ্যে নরেন্দ্র মোদির লেখা গান ‘গারবো’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গায়িকা ধ্বনি ভানুশালি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার গীতিকারের ভূমিকায় দেখা যাবে। ‘গারবো’ শিরোনামের নবরাত্রি উৎসব উপলক্ষে একটি বিশেষ গানের কথা লিখেছেন তিনি।

নবরাত্রি উৎসব উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) সকালে জাস্ট মিউজিক নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নরেন্দ্র মোদির গুজরাটি ভাষায় লেখা গানটি। গানটি মূলত গারবা ঘরানার, যা গুজরাটের ঐতিহ্যবাহী নাচের নাম। উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথায়ও উৎসব ও নবরাত্রীর মহাত্ম ফুটে উঠেছে। গানের কণ্ঠ দিয়েছেন ‘ভাস্তে’ খ্যাত গায়িকা ধ্বনি ভানুশালি।

গানের প্রযোজক জ্যাকি ভগনানি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই অসাধারণ, স্মরণীয় গানে যুক্ত হতে পারা সত্যিই গৌরব ও আনন্দের। ‘গারবো’ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’

গায়িকা ধ্বনি ভানুশালির জানান, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি, আপনার লেখা এই ‘গারবো’ গানটি ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন রিদমে একটি ভিন্ন স্বাদের গান বানাতে চেষ্টা করেছি।

গানের দৃশ্যে গুজরাটি নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন গায়িকা ভানুশালীও। প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ভাইরাল গানটি। প্রকাশের ৮ ঘণ্টায় ইউটিউবে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে গানটির।

Link copied!