ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ‘মিল্ক বিউটি’ খ্যাত তামান্না ভাটিয়া শুধু নাচ, অভিনয় ও শরীরি সৌন্দর্য দিয়েই নয়, নিজের ব্যক্তিত্ব দিয়েও দর্শকদের মুগ্ধ করেছেন। তবে পর্দার বাইরের তামান্না কেমন? প্রেম, সমালোচনা আর সাফল্যের ঝলকানির ভেতরেও কি তিনি শান্তি খুঁজে পান? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে অভিনেত্রী উন্মোচন করলেন নিজের আধ্যাত্মিক রূপ।
তরুণ বয়স থেকেই নিজেকে একজন অনুসন্ধানকারী হিসেবে দেখেন তামান্না। তার ভাষায়, “আমি সবসময় খুঁজতে থাকি। আমি মনে করি, ভারত সবসময়ই অনুসন্ধানের ভূমি ছিল। দুর্ভাগ্যজনক হলো, যখন আমরা আধ্যাত্মিকতার কথা বলি, তখন এর সঙ্গে এত ভুল ধারণা জড়ানো থাকে যে আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়।”
তামান্না জানান, গত দুই-তিন বছরের সাধনা তার জীবনে গভীর রূপান্তর এনেছে।
“এখন আমি বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করেই আনন্দে থাকতে পারি। আমি সবসময় উদ্দীপ্ত থাকি,” বলেন তিনি।
তিনি মনে করেন, আধ্যাত্মিক মানুষ মানেই সন্ন্যাসী নয়। বরং এই সাধনাই তাকে জীবনের প্রতি আরো উৎসাহী, আরো উচ্চাকাঙ্ক্ষী করে তুলেছে।
“মানুষ ভাবে আধ্যাত্মিকরা সবকিছু থেকে পালায়। আমার অভিজ্ঞতা একেবারে উল্টো। আমার সাধনাগুলো আমাকে নতুন অভিজ্ঞতার জন্য আরো ক্ষুধার্ত করে তুলেছে।”
অভিনয়ের দিক থেকেও তামান্না ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত তেলেগু সিনেমা ওডেলা টু, যদিও এটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। বর্তমানে হিন্দি ভাষার চারটি সিনেমার কাজে ব্যস্ত তিনি—রোমিও, রেঞ্জার, ভিভ্যান এবং নাম ঠিক না হওয়া একটি নতুন প্রকল্প।
ঝলমলে পর্দার বাইরেও তামান্নার এই আধ্যাত্মিক যাত্রা তার ভক্তদের কাছে এক নতুন দিক উন্মোচন করেছে।