এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:২৫ এএম
এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই সন্তান তাওহীদ (৭) ও তানভীর (৯)। দগ্ধদের রাতেই আশপাশের ভাড়াটিয়ারা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বর্তমানে চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা গেছে, তুহিন হোসেন রাজধানীর মতিঝিলের মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার সাংবাদিকদের জানান, ঘটনার সময় সবাই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ এসি থেকে বিস্ফোরণের বিকট শব্দ হয় এবং মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এতে ঘুমন্ত চারজনই আগুনে দগ্ধ হন। পরে প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় দগ্ধ চারজনই চিকিৎসাধীন থাকলেও তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে এসি বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে তুহিনের শরীরে ৪৭ শতাংশ, তাঁর স্ত্রী ইবা আক্তারের ১৫ শতাংশ এবং তাদের দুই সন্তান তানভীর ৪০ শতাংশ ও তাওহীদ এর শরীরে ৮ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের সবাইকেই হাসপাতালের অবজারভেশনে রাখা হয়েছে।

Link copied!