‘ইয়া আলী’ খ্যাত বলিউড গায়কের চিরবিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:১২ এএম
‘ইয়া আলী’ খ্যাত বলিউড গায়কের চিরবিদায়
জুবিন। ছবি: সংগৃহীত

বলিউডের হিট গান ‘ইয়া আলি’–এর গায়ক, আসামের সংগীতজগতের আইকন জুবিন গর্গ আর নেই। মাত্র ৫২ বছর বয়সে জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন তিনি।

শুক্রবার সকালে সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর। স্থানীয় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। 

সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ওয়েস্ট ফেস্টিভ্যাল–এ পারফর্ম করার কথা ছিল জুবিনের। আগামীকালই তিনি মঞ্চ মাতাবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে ১৬ সেপ্টেম্বর ভিডিওবার্তায় ভক্তদের দাওয়াতও দিয়েছিলেন। কিন্তু মঞ্চে ওঠার আগেই চিরতরে অন্ধকারের আড়ালে চলে গেলেন।

জুবিন গার্গ

জুবিনের চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে বলিউড ও টালিউডের আঙিনায়। সংগীতশিল্পী থেকে চলচ্চিত্র তারকা, সবাই সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়া হৃদয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা
১৯৭২ সালে মেঘালয়ে জন্ম জুবিন গর্গের। আসামের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী তিনি। শুধু গায়ক নন, আসামের সিনেমায় অভিনয়ও করেছেন। হিন্দি-বাংলাসহ ৪০টিরও বেশি ভাষায় গান গাওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তাঁর। ২০০৬ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমায় ইয়া আলি গানটি তাঁকে এনে দেয় খ্যাতি। এর পর ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’সহ অনেক সিনেমায় গেয়েছেন জুবিন। টালিউডের বাংলা সিনেমায়ও একাধিক গান আছে তাঁর। ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’-এর মতো সিনেমায় কণ্ঠ দিয়েছেন। 

Link copied!