লায়লা এবার বিয়ে করলেন শুভকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:৪১ পিএম
লায়লা এবার বিয়ে করলেন শুভকে
ছবি : সংগৃহীত

আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুনকে নিয়ে একাধিকবার উত্তপ্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। প্রিন্স মামুনকে ভালোবেসে সম্পর্ক গড়েন লায়লা। তবে একসঙ্গে আড়াই বছর থাকার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় টানাপোড়েন। কখনো অভিযোগ তোলেন লায়লা, আবার কখনো মামুন। সামাজিক মাধ্যমে আলোচিত এ জুটির বিরোধ আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। এর মধ্যে তাদের সম্পর্কের ভাঙন নিয়ে একাধিক মামলার বিচার প্রক্রিয়াধীন। 

২০২৩ সালের ৯ জুন ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ এনে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন লায়লা আখতার। পরদিন কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় মামুনকে। এরপর জামিনে বেরিয়ে আসেন এ কনটেন্ট ক্রিয়েটর।

এরপর ২০২৪ সালে লায়লা আবারও প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন। সম্প্রতি সেই অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ডিজির অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বারিধারা ডিওএইচএসের বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন। তাকে মারধরসহ বিভিন্ন প্রকার হুমকি দেন। প্রাণনাশেরও ভয় দেখান। পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেন। এরপর ভাটারা থানাপুলিশ তাকে গ্রেপ্তার করে। 

তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। লায়লা মামুনের আইনি লড়াই এখনো চলমান।

Link copied!