জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও ভক্তদের চমকে দিলেন তার নতুন লুকে। নব্বই দশকের শেষ দিকে ক্যারিয়ার শুরু করে আড়াই দশক ধরে ঢালিউডে রাজত্ব করছেন তিনি। বয়সের ছাপ যেন এখনও তাকে ছুঁতেই পারেনি—এমনটাই মনে করছেন তার ভক্তরা।
সম্প্রতি পূর্ণিমা তার ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে সিল্কি কালো পোশাক ও ব্রাউন ওয়েভি চুলের নতুন স্টাইলে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব!’
তার এই নতুন রূপ ভক্তদের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’, আবার কেউ লিখেছেন, ‘একটুও বয়স বাড়েনি’। অনেকেই তার ফ্যাশন সেন্স ও স্টাইলের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যঘর।
২০০৩ সালের যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পূর্ণিমা। ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও দর্শক মুগ্ধ হয়েছিল তার অভিনয়ে। দুই প্রজন্মের নায়িকা হিসেবে আজও তিনি সমান জনপ্রিয়।