• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

মারা গেলেন কিংবদন্তি নির্মাতা কেজি জর্জ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৭:৪০ পিএম
মারা গেলেন কিংবদন্তি নির্মাতা কেজি জর্জ
প্রয়াত নির্মাতা কেজি জর্জ। ছবি: সংগৃহীত

মালায়লাম চলচ্চিত্রের বিখ্যাত নির্মাতা কেজি জর্জ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (২৪ সেপ্টেম্বর) এর্নাকুলামের কাক্কানাদে একটি বৃদ্ধাশ্রমে মৃত্যু হয়েছে বরেণ্য এই পরিচালকের। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। পাশাপাশি বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য সমস্যায়ও ভুগছিলেন কেজি জর্জ। ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে প্রশংসিত পরিচালকের মধ্যেও একজন তিনি। বলা হয়, তার নির্মিত সিনেমাগুলো তার পরবর্তী নির্মাতাদের কাছে অনুপ্রেরণার উৎস।

জাতীয় পুরস্কার প্রাপ্ত এই নির্মাতার কিছু জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘স্বপ্নদানম’, ‘ওলকাটাল’, ‘কোলাঙ্গাল’, ‘মেলা’, ‘ইরাকাল’, ‘ইয়াভানিকা’, ‘লেখায়ুদে মারানাম ওরু ফ্ল্যাশব্যাক’, ‘আদমিন্তে ভায়ারিয়েল্লু’, ‘কাথাক্কু পিনিল’, ‘মাত্তোরাল’, ‘পঞ্চবাদী পালাম’ ‘ই কান্নি কুডি’র মতো চলচ্চিত্র।

সর্বশেষ ১৯৯৮ সালের পিরিয়ড ড্রামা এলাভামকোডু দেশম সিনেমা নির্মিত করে গুণী এই নির্মাতা। এতে অভিনয় করেছিলেন রাজীব, খুশবু, থিলাকান এবং বাবু নাম্বুথিরির মতো অভিনয়শিল্পীরা।

Link copied!