বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন বলে গুঞ্জন উঠেছে। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর প্রকাশিত হলেও অন্য বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে এমন দাবি গুজব।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ভারতসহ অন্য দেশগুলোর বেশ কয়েকটি গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এর আগে শ্বাসজনিত জটিলতা নিয়ে ধর্মেন্দ্র ভর্তি হন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানায়, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে- বিষয়টি তাদের নিশ্চিত করেছেন ধর্মেন্দ্রর মেয়ে বলিউড অভিনেত্রী এশা দেওল



































