• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাস্তায় মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা, আটক ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১১:২২ এএম
রাস্তায় মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা, আটক ১

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎকালে এক অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়েন। মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। পরে নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে নেয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট শেইনবাউম সমর্থকদের সঙ্গে করমর্দন ও ছবি তোলার সময় হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি এসে তার কাঁধে হাত রাখে এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার চেষ্টা করে। ভিডিওচিত্রে দেখা যায়, তিনি শেইনবাউমের ঘাড়ে চুমু খাওয়ারও চেষ্টা করেন। উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেইনবাউম জানান, প্রাথমিকভাবে তিনি বিষয়টি উপেক্ষা করতে চাইলেও পরে জানতে পারেন, ওই ব্যক্তি অন্য নারীদের প্রতিও অনুরূপ আচরণ করেছেন। এ কারণেই তিনি পুলিশে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন।

শেইনবাউম বলেন, আমি ভাবলাম, যদি প্রেসিডেন্টের সঙ্গেই এমনটি ঘটে, তাহলে সাধারণ নারীরা কতটা ঝুঁকিতে আছেন? তাই আমি অভিযোগ করেছি, যাতে বার্তা যায়—এই ধরনের আচরণ মেনে নেওয়া হবে না।

তিনি আরও জানান, তারুণ্যে তিনিও যৌন হয়রানির অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। এখন সরকার বিষয়টি পর্যালোচনা করছে—এমন আচরণ মেক্সিকোর সব রাজ্যে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় কি না। বর্তমানে দেশটির ৩২টি ফেডারেল অঞ্চলের প্রতিটির নিজস্ব দণ্ডবিধি রয়েছে, ফলে শাস্তির বিধান সর্বত্র একরকম নয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!