• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

জনপ্রিয় টিকটকারকে শেষ করে দেওয়া হলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৩:১১ পিএম
জনপ্রিয় টিকটকারকে শেষ করে দেওয়া হলো
স্বামীর সঙ্গে মারিয়ম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পারিবারিক সহিংসতার জেরে নৃশংসভাবে খুন হলেন টিকটক তারকা আয়াত মরিয়ম। স্বামী সাদ তাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের পর হত্যা করা হয়েছে তাকে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের ৩০ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন ধরেই দাম্পত্য জীবনে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন আয়াত মরিয়ম। ক্ষোভ থেকে শ্বাসরোধ করে টিকটকারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

লাইফস্টাইল কনটেন্ট ও ডাবিং ক্লিপের জন্য খ্যাতি লাভ করা আয়াত মরিয়ম স্বামীর সঙ্গে লাহোরের নবাব টাউন এলাকায় থাকতেন। তারকাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় হতবাক হয়েছেন স্থানীয় সম্প্রদায় এবং তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে এসপি ড. গায়ুর আহমেদ খানের নেতৃত্বে নবাব টাউন পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক তদন্ত পদ্ধতির মাধ্যমে অপরাধের ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এসপি ড. গায়ুর আহমেদ জনসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছেন, আয়াত মরিয়মকে হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। তার স্বামী সাদকে তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে।

সোশ্যাল সেনসেশন আয়াত মরিয়মকে হত্যার মূল কারণ বের করতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!