• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬
পেহেলগামে হামলা

আতিফ আসলাম ও ফাওয়াদকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিলো ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০১:১৩ পিএম
আতিফ আসলাম ও ফাওয়াদকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিলো ভারত
আতিফ আসলাম ও ফাওয়াদ খান। ছবি: কোলাজ

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানও তার মিত্র চীন, সৌদি আরব, ইরান ও মিসরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এনিয়ে সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে।

এবার সেই তালিকায় সেই তালিকায় নাম জুড়লো ফাওয়াদ খান ও আতিফ আসলামের। এই দুই তারকারও ভারতে রয়েছেন অসংখ্য অনুরাগী। এই দুই তারকার সামাজিকমাধ্যমের অ্যাকাউন্টও ভারতে বাতিল করে দেওয়া হলো।

পেহেলগামের এর নিন্দা করেছিলেন ফাওয়াদ খানও। তবে এই কাণ্ডের পর থেকে তার আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ছবিতে ফাওয়াদের বিপরীতে বাণী কাপুর অভিনয় করার জেরে তার দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। অবশেষে সেই ফাওয়াদ খানের ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়ে গেল।

অন্যদিকে আতিফের গানের মূর্ছনায় ভাসেন ভারতের অনুরাগীরাও। তাই পাক গায়কের সামাজিকমাধ্যম বাতিল হওয়ায় মনখারাপ তাদেরও।

Link copied!