বলিউড সুপারস্টার মাধুরীর ‘দিল তো পাগল হ্যায়’ ১৯৯৭ সালে মুক্তি পায়। রোমান্টিক ঘরানার এই সিনেমায় তার নায়ক ছিলেন শাহরুখ খান। ৬৫ বছর বয়সে এ সিনেমা নির্মাণ করে সবাইকে চমকে দেন যশ চোপড়া। নানা কারণে সিনেমাটি বলিউডের ইতিহাস হয়ে আছে।
‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় রাহুল চরিত্রে অভিনয় করেন শাহরুখ। আর পূজা চরিত্রে দেখা যায় মাধুরীকে। এ জুটির রসায়ন এখনো দর্শক হৃদয়ে অমলিন! এতে অভিনয় করার আগেও শাহরুখ-মাধুরী একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এ সিনেমায় কীভাবে জুটি বাঁধলেন তারা? এর পেছনে একটি গল্প রয়েছে, যা শুনিয়েছেন মাধুরী নিজেই।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মাধুরী দীক্ষিত। এ সময় শাহরুখ-মাধুরী অভিনীত ‘কয়লা’ সিনেমার একটি ছবি দেখানো হয়। ছবিটি দেখে মাধুরী দীক্ষিত বলেন, “এটি তাড়া খাওয়ার একটি দৃশ্য ছিল। যেখানে গুণ্ডারা আমাদের তাড়া করছে, আমরা দৌড়ে পালাচ্ছি। আমার মনে আছে, যখন দৃশ্যটি করছিলাম, তার আগে ‘আনজাম’ সিনেমা করেছি। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘কয়লা’ সিনেমায় অভিনয় করি।”
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নায়িকা বলেন, ‘আনজাম’ সিনেমায় আমরা সব সময় পরস্পরকে মারধর করি। কিন্তু এতে (কয়লা) ময়লা পোশাকে পালিয়ে যাচ্ছিলাম। ময়লা এবং সব ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম।”
রোমান্টিক সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রথম প্রকাশ করেন মাধুরী। সেই ঘটনা বর্ণনা করে এ অভিনেত্রী বলেন, “এরপর শাহরুখ খানের সঙ্গে কথা বলি। তাকে বলি, ‘আমরা এমন একটা সিনেমা করতে চাই, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকব, সুন্দর পোশাক থাকবে, আমাদের দেখতে চমৎকার লাগবে এবং আমরা একসঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করব। কিন্তু সেটা কি?’ আমরা তো সবসময়ই দৌড়ের ওপরে থেকেছি! তারপর যেটা হলো, সেটা ‘দিল তো পাগল হ্যায়`।
১৯৯৪ সালে ‘আনজাম’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মোট ৬টি সিনেমায় জুটি বেঁধেছেন তারা। তাদের অভিনীত বাকি পাঁচটি সিনেমা হলো ‘কয়লা’ (১৯৯৭), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘গজগামিনি’ (২০০০), ‘দেবদাস’ (২০০২), ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২)।