ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলা ও পরবর্তীতে ইসরাইলের পাল্টা হামলা প্রসঙ্গে শোবিজ অঙ্গনের তারকারাও আওয়াজ তুলেছেন। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি এবং মুসলিম ধর্মের অনুসারী। জিজি হাদিদ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বের অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হাদিদ আরও লেখেন, যুদ্ধে নিষ্পাপ ফিলিস্তিনি শিশুদের জন্য আমি উদ্বিগ্ন। সেই সাথে আমি ইসরায়েলের সাধারণ মানুষদের জন্যও দুঃখ প্রকাশ করছি। যদিও ফিলিস্তিনিদের জন্য আমার আশা ও স্বপ্ন আছে, কিন্তু সেগুলোর কোনোটাই ইহুদি মানুষদের ক্ষতির অন্তর্ভুক্ত নয়।
শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে নজিরবিহীন এই হামলা চালানো হয়। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।