সম্প্রতি ভারতের জনপ্রিয় ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কালা’ ওয়েব সিরিজ। আর সেখানেই শোনা যাবে র্যাপ সংগীতে জনপ্রিয়তা পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান তাবীব ও ‘গাল্লি বয়’ রানার গান। প্রথমবারের মতো বলিউডে মুক্তি পেল তাদের গান। বিষয়টি তবিব নিজেই নিশ্চত করেছে।
জানা গেছে, বলিউডের সিরিজ ‘কালা’র থিম সং হিসেবে ব্যবহার হচ্ছে তাঁদের ‘চাপ নাই’ গানটি। এর প্রোমোতে পাওয়া গেল তবীব-রানার কণ্ঠ। সিরিজটি প্রকাশিত হয়েছে ডিজনি হটস্টারে। একজন সৎ অফিসারের গল্প নিয়ে এগিয়েছে এ সিরিজ।
বলিউডে গান মুক্তি পাওয়া প্রসঙ্গে তবিব বলেন, “প্রায় ছয়মাস আগে সিরিজের প্রোডাকশন টিম তার সঙ্গে যোগাযোগ করে। স্ক্রিপ্ট শোনার পর বেশ কিছু জায়গায় মিউজিক পরিবর্তন করে গানটি তাদেরকে জমা দেওয়া হয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী জানান, এত বড় প্লার্টফর্মে গানটি মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। সেজন্য কোনো পারিশ্রমিকও নিতে চাননি। তবুও তারা জোর করে ৫০ হাজার রুপি সম্মানী দিয়েছেন।
সিরিজটিতে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অবিনাশ তেওয়ারি, অনীল চরণজিৎসহ অনেকে। পরিচালনায় আছেন বিজয় নাম্বিয়ার। গত ১৭ সেপ্টেম্বর এটি অবমুক্ত হয়েছে।
‘গাল্লিবয়’ নামটা প্রথমে শোনা গিয়েছিল বলিউডেই। এ নামে হয়েছিল চলচ্চিত্র। যেখানে রণবীর সিং আর অর্জুন কাপুর অভিনয় করেছিলেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয় বাংলাদেশে তবীব-রানা গাল্লিবয় জুটি।