• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

শাকিব-নিশোর মনোমালিন্যের অবসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৫, ১২:০১ পিএম
শাকিব-নিশোর মনোমালিন্যের অবসান
ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খানের সঙ্গে টিভির জনপ্রিয় মুখ আফরান নিশোর যে মনোমালিন্য ছিল তার অবসান হয়েছে। মঙ্গলবার রাতে শাকিবের অফিসে যান নিশো। কয়েক ঘণ্টা ধরে তারা আলাপ আলোচনা করেন বলে জানান এই দুই নায়কের ঘনিষ্ঠজন।

এসময় আরও ছিলেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির সিইও রেদওয়ান রনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস।

রাত সাড়ে ১২টার দিকে প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি প্রত্যেকে তাদের ফেসবুকে শাকিব-নিশোসহ একত্রে গলাগলি করে ছবি পোস্ট করে লেখেন, ব্রাদার্স!

তাৎক্ষণিকভাবে কারো মন্তব্য পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালে সুড়ঙ্গ সিনেমা মুক্তির আগে নিশো একাধিকবার শাকিবকে ইঙ্গিত দিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। যা শাকিবের ভক্তরা ভালোভাবে নেয়নি!

সেই জেরে নিশোর সাথে দূরত্ব তৈরী হয় শাকিবের। আসন্ন ঈদে শাকিবের ‘তাণ্ডব’-এ নিশোর ক্যামিও রয়েছে, যা মেনে নিচ্ছিলেন না শাকিব ভক্তরা। সোশাল মিডিয়ায় তৈরী হয় তর্ক বিতর্ক! অবশেষে তাণ্ডব প্রযোজকদের মধ্যস্থতায় তাদের মধ্যে দূরত্বের অবসান হয়।

Link copied!