• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

কলকাতার সিনেমায় দেবের নায়িকা তাসনিয়া ফারিণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০১:৩৫ পিএম
কলকাতার সিনেমায় দেবের নায়িকা তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ, দেব। ছবি: কোলাজ

কলকাতার সিনেমায় দেবের নায়িকা হতে যাচ্ছেন নাটকের প্রিয় মুখ তাসনিয়া ফারিণ। সিনেমার নাম ‘প্রতীক্ষা’। মিঠুন চক্রবর্তীও থাকবেন এই সিনেমায়। ছবিটি নির্মাণ করছেন অভিজিৎ সেন।

ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। অতনু ঘোষের ছবি ‘আরও এক পৃথিবী’তেও অভিনয় করেছিলেন তাসনিয়া।

প্রতীক্ষায় তাসনিয়ার অভিনয় নিয়ে পরিচালক অভিজিৎ সেন গণমাধ্যমকে বলেন, ‘তাসনিয়ার অভিনয় আমার  খুব ভাল লাগে। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’
জানা গেছে, ছবির গল্প চূড়ান্ত। চলছে চিত্রনাট্য নিয়ে কাজ। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। নভেম্বর মাসে শুটিং শুরু হবে। ছবির সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুট হবে। 
 

Link copied!