• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ভারতের সিনেজগতে কোভিডের হানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ১২:০০ পিএম
ভারতের সিনেজগতে কোভিডের হানা

কোভিডে আক্রান্ত হয়েছেন ভারতের সিনে ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা। সদ্য ‘নাটু নাটু’ গানের জন্য অস্কার জেতা সংগীত পরিচালক এম এম কিরাবানি যুক্তরাষ্ট্র থেকে ফিরেই করোনায় আক্রান্ত হয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে আরও বলা হয়, নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর টুইটারে জানিয়েছেন বলিউড অভিনেত্রী কিরণ খের। একই সময়ে কোভিড পজিটিভ হন পূজা ভাটও। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের মডেল মাহি ভিজ।

তারকাদের মধ্যে অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী প্রযোজক ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার পজিটিভ হওয়ার খবর গণমাধ্যমে আসে বৃহস্পতিবার। অবশ্য সিনেজগতের কোভিড আক্রান্ত তারকাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কিছু উপসর্গ নিয়ে তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।   

এ পরিস্থিতিতে শোবিজ তারকারা মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদের ভক্তদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তবে তারকাদের কোভিড পজেটিভ হওয়া সংবাদ শিরোনাম হয়। কিন্তু প্রায় ১৪০ কোটি জনসংখ্যার ভারতবর্ষের সাধারণ মানুষের সে ভাগ্য নয়। নতুন করে ভাইরাসের সংক্রমণ তাদের গত বছরের মৃত্যুপুরীতে রূপ নেওয়া স্বদেশের স্মৃতিই মনে করাবে।

Link copied!