• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

অলকা ইয়াগনিকের বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৯:১৬ এএম
অলকা ইয়াগনিকের বিশ্ব রেকর্ড

ভারতীয় সংগীত তারকা অলকা ইয়াগনিক সম্প্রতি বিশ্ব রেকর্ড করেছেন। গিনেচ বুকের তথ্য অনুসারে, ২০২২ সালে ইউটিউবে অলকা ইয়াগনিকের গান ১৫ দশমিক ৩ বিলিয়ন বার বেজেছে। প্রতিদিনের হিসাবে এ সংখ্যা ৪২ মিলিয়ন। এর আগে ২০২১ সালে ১৭ বিলিয়ন এবং ২০২০ সালে ১৬ দশমিক ৬ বিলিয়ন বার বেজেছে এই অনন্য গায়িকার গান।

অলকা ইয়াগনিক পেছনে ফেলেছেন আন্তর্জাতিক তারকা ড্রেক, বিয়ন্সে, টেইলর সুইফটসহ ‘বিটিএস’ ও ‘ব্ল্যাকপিংক’-এর মতো জনপ্রিয় ব্যান্ডকে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, টানা তিন বছর এই রেকর্ড নিজের দখলে রেখেছেন তিনি।

গিনেচ ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকা প্রকাশ্যে আসার পর অলকা ইয়াগনিকের মেয়ে সায়েশা কাপুর প্রথম তা মাকে দেখান।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে অলকা ইয়াগনিক বলেন, “এটি খুব বড় কোনো অর্জন কি না আমার জানা নেই। কিন্তু তা আমাকে খুব একটা প্রভাবিত করেনি। বরং আমার নির্বিকার অবস্থা দেখে আমার মেয়েই অবাক হয়েছিল।”
 

Link copied!