মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন সোহিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০২:৫৬ পিএম
মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন সোহিনী

হাতে ওয়াইনের গ্লাস। পরনে সাদা বিকিনির ওপর বুকচেরা ট্রান্সপারেন্ট শার্ট। মাথায় টুপি পরে নিজের বিচ ফ্যাশন কমপ্লিট করেছেন। স্নানপোশাকে উন্মুক্ত তার ধবধবে শরীর। টাইডফিট শরীরের উপর সূর্যের আলোর ঝলকানি। সঙ্গেই সঙ্গেই ছবিতে চোখ আটকে গেল অনুরাগীদের। ‍ তিনি সোহিনী গুহ রায়।

 ভারতের বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। মালদ্বীপ থেকে সামাজিক মাধ্যমে সম্প্রতি বেশকিছু ছবি শেয়ার করেছেন সোহিনী।

সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে বললে, তিন বছরের বিয়ে ভেঙেছে তার। এরই মধ্যে বন্ধুদের নিয়ে মালদ্বীপে সময় কাটাচ্ছেন তিনি। সেখানেই বাংলা সিরিয়ালের আর্দশ বউমা থেকে রীতিমতো পরিণত হলেন বিকিনি কন্যায়। ছড়িয়ে দিলেন উষ্ণতা।

আপাতত বিচ্ছেদ যন্ত্রণা ভুলে নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন সোহিনী। মালদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য আর স্থানীয় খাবার বেশ উপভোগ করছেন।

স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে লিড চরিত্রে দেখা মিলেছিল এই অভিনেত্রীর। এছাড়াও আরও কিছু বাংলা সিরিয়ালে কাজ করে ওপারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। 
জানা গেছে,  সোমবার কলকাতায় ফিরবেন সোহিনী। মঙ্গলবার থেকেই যোগ দেবেন দ্বিতীয় বসন্তর শ্যুটিংয়ে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!