অনির্বাণের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন সোহিনী সরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:১৪ পিএম
অনির্বাণের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন সোহিনী সরকার

টলিপাড়ার জনপ্রিয় জুটি সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য—যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে বারবার। ‘ব্যোমকেশ’ ও ‘সত্যবতী’র পর্দার রসায়ন থেকেই শুরু হয় তাদের অফস্ক্রিন সম্পর্কের গুঞ্জন। তবে এতদিন সেই খবরকে দুজনই ‘শুধু ভালো বন্ধুত্ব’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

অবশেষে বহু দিনের জল্পনায় ইতি টেনে মুখ খুললেন অভিনেত্রী সোহিনী সরকার। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেন, “আসলে ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।”

সম্প্রতি টলিউডে পরিচালক ও ফেডারেশনের দ্বন্দ্বের জেরে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য কিছু প্রজেক্ট থেকে বাদ পড়েছেন বলে খবর প্রকাশিত হয়। এ প্রসঙ্গে সোহিনী বলেন, “এটা হওয়া উচিত নয়। একজন প্রতিভাবান মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? আমরা সবাই চাই ইন্ডাস্ট্রির উন্নতি হোক।”

২০২০ সালের নভেম্বরে অনির্বাণ বিয়ে করেন তার দীর্ঘদিনের সঙ্গী, মাইম শিল্পী মধুরিমা গোস্বামীকে। কিছুদিন আগে তাদের দাম্পত্যে টানাপোড়েনের খবর প্রকাশিত হলেও এখন তারা একসঙ্গেই আছেন।

সোহিনীর এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসার পর টলিপাড়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে—পর্দার ভালোবাসা কি তবে বাস্তবেও একসময় সত্যি ছিল?

Link copied!