চলতি বছরের শুরুতে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন বুবলী-পরীমনি। বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপের পর পরীমনিকে কাছে টেনে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি। এর আগে পরীর ছেলের জন্মদিনে দামী উপহার দিয়েছিলেন অপু। অনেকের ধারণা সাম্প্রতিক সময় অপু-পরীর সম্পর্কে ভালো যাচ্ছে না।
গেল সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরম ভাবে কটাক্ষ করেন পরীমনি। অপুকে পল্টিবাজ এবং সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি। কারণ, অপু বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন। কিন্তু পাননি। ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড়োসড়ো বিতর্ক শুরু হয়েছিল।
পরীর মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছেন পরীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অপুর। এদিকে পরীর ছেলের সবশেষ জন্মদিনেও দেখা যায়নি অপুকে। অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে তাহলে কী দুইজনের সম্পর্কে তলানিতে ঠেকেছে? এবার অনুরাগীদের প্রশ্নের জাবাব দিয়েছেন অপু বিশ্বাস।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে পরী-অপুর সম্পর্কে এখন কেমন যাচ্ছে। অনুষ্ঠান সঞ্চালক অপুর কাছে জানতে চান পরীর সঙ্গে কী আগের মতো সম্পর্ক আছে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সেও আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’
অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। পরিচালক বন্ধন বিশ্বাস। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।



-20251027102457.jpeg)































