• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

নাক ফেটে রক্তাক্ত সারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১২:৫৪ পিএম
নাক ফেটে রক্তাক্ত সারা

সারা আলী খানের নাক ফেটে গেছে। ইনস্টাগ্রাম ভিডিওতে রক্তাক্ত নাক নিয়ে হাজির হলেন তিনি। তার ফাটা নাক দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। সবার কৌতূহল, কীভাবে ফাটল সারার নাক?

তবে নাক ফাটার কারণ সম্পর্কে কিছু জানাননি সারা। বরং ভিডিওতে মজা করতে দেখা গেছে তাকে। নাকের ব্যথা ভুলে কিছুটা রসিকতা করেই লিখেছেন, “সরি! মা-বাবা। আমি নাক কেটে ফেলেছি।” 

May be a close-up of 1 person and standing

সারা বিস্তারিত না জানালেও, নেটিজেনরা কিন্তু ধরে ফেলেছেন সারার এই কারসাজি। অনেকে মনে করছেন মেকআপ করে সারা সবাইকে বোকা বানাচ্ছেন! সারা কিন্তু এর উত্তরে শুধুই মুচকি হাসছেন। 

May be an image of 1 person, standing and jewellery

বলিউড তারকা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এ সুদর্শনা তরুণী।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!