• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

বিয়েতে গিয়ে ইডির নজরে ১৪ বলিউড তারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০২:৫২ পিএম
বিয়েতে গিয়ে ইডির নজরে ১৪ বলিউড তারকা
ছবি: সংগৃহীত

বিভিন্ন রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যায় বলিউড তারকাদের। ব্যবসায়ীদের আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন বলিউড তারকারা। তেমনই এক ব্যবসায়ীর বিয়েতে অতিথি হয়ে বিপাকে পরেছেন ১৪ বলিউড তারকা। নজরে এসেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটেরের (ইডি)।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাইয়ে এক বিয়েতে গিয়েছিলেন টাইগার শ্রফ, সানি লিওন, নেহা কক্করসহ ১৪ জন বলিউড তারকা। আর সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেই বিয়ের বাজেট ২০০ কোটি টাকা। সেখানে তারকারা গিয়েছিলেন বিশেষ অতিথি হয়ে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এই তারকারা যার বিয়ে বিয়েতি গিয়েছিলেন, তিনি একটি অনলাইন বেটিং অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত। বেশ কয়েক মাস আগে দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন তিনি। সম্প্রতি ইডি কর্মকর্তারা কলকাতা, মুম্বাই, ভোপালের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকাসহ সোনার বাট, গয়না উদ্ধার করেছেন। শুধু মুম্বাইয়েই ৩৯ জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।

জানা গেছে, সৌরভ অ্যাপটির মাধ্যমে টাকা তুলে মুম্বাইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে বলিউড তারকাদের দিয়েছেন। আর এর জন্য লেনদেন হয়েছে প্রায় ১১২ কোটি রুপি। তারকাদের দুবাইয়ে থাকার জন্য খরচ হয়েছে ৪২ কোটি। এই পুরো টাকাটাই ছিল কালো টাকা।

Link copied!