• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপ? বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কায় রাশমিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:১৪ এএম
বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপ? বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কায় রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে ফের চর্চা তুঙ্গে। বাগদান সেরে আগামী বছর বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন—এমন গুঞ্জন দীর্ঘদিনের। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে রাশমিকার শ্রীলঙ্কা ভ্রমণের একগুচ্ছ ছবি। একদল ঘনিষ্ঠ বান্ধবীকে নিয়ে সমুদ্র, সূর্য আর অবকাশের মুহূর্তে মেতে উঠতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলো সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা—এটা কি নিছক ছুটি, নাকি বিয়ের আগের বিশেষ ব্যাচেলরেট ট্রিপ?

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে রাশমিকা লিখেছেন, “কাজের ফাঁকে হঠাৎ দুদিনের ছুটি পেয়েছিলাম। সময়টা উপভোগ করার জন্য বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।”

তবে ছবির রোদেলা মুহূর্তের চেয়েও বেশি নজর কেড়েছে রাশমিকার অনামিকায় ঝলমলে হীরার আংটি। আংটিটি চোখে পড়তেই নেটিজেনদের একাংশ ধরে নিয়েছেন—বিজয়ের সঙ্গে তার বিয়ের দিনক্ষণ আর খুব বেশি দূরে নয়।

এর আগেও শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে বসতে পারে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর। যদিও এই গুঞ্জনে এখনো আনুষ্ঠানিক সিলমোহর নেই। আবার পুরোপুরি অস্বীকার করতেও দেখা যায়নি অভিনেত্রীকে।

Link copied!