• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

পাপারাজ্জিদের পাশে দাঁড়িয়ে জয়া বচ্চনকে খোঁচা হুমা কুরেশির!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৫৭ পিএম
পাপারাজ্জিদের পাশে দাঁড়িয়ে জয়া বচ্চনকে খোঁচা হুমা কুরেশির!

পাপারাজ্জিদের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সম্পর্ক যে মোটেও মসৃণ নয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্যামেরাবন্দি হওয়া একেবারেই পছন্দ নয় তার। সম্প্রতি এই নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় জানান, পাপারাজ্জিদের তিনি সাংবাদিক হিসেবে মানতে নারাজ। এমনকি তাদের শিক্ষা ও পোশাক নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি জয়া।

জয়ার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বলিপাড়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। অনেক তারকাই প্রকাশ্যে ভিন্নমত পোষণ করেছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী হুমা কুরেশির।

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুমা বলেন, ‘আমার মনে হয় না পাপারাজ্জিদের নিয়ে এই ধরনের মন্তব্য একেবারেই ঠিক। কারণ আমরাই বহু সময় নিজেদের প্রচারের জন্য তাদের ব্যবহার করি। তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্কটা সূক্ষ এক সুতোয় বাঁধা। এটা একতরফা নয়।’

হুমার মতে, পাপারাজ্জিরা তারকাদের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ।তিনি বলেন, ‘অনেক সময় তারকারাই আলাদাভাবে পাপারাজ্জিদের ডাকেন নিজেদের প্রচারের জন্য। তাই আমি একেবারেই তাদের অপরাধী বলতে চাই না।’

তবে একই সঙ্গে পাপারাজ্জিদের নেতিবাচক দিকও স্বীকার করেন হুমা। তার কথায়, ‘কিছু ক্ষেত্রে তারা সীমা ছাড়িয়ে যান।

ব্যক্তিগত মুহূর্তে অনধিকার প্রবেশ করেন এবং এমন অ্যাঙ্গেলে ছবি তোলেন যা একেবারেই গ্রহণযোগ্য নয়। একজন অভিনেত্রী হিসেবে আমাকে এ রকম পরিস্থিতির মুখোমুখি বহুবার হতে হয়েছে।’

সব মিলিয়ে জয়া বচ্চনের মন্তব্যকে কেন্দ্র করে বলিউডে পাপারাজ্জি বনাম তারকাদের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কে ঘি পড়ল হুমা কুরেশির বক্তব্যে।

Link copied!