কিছুদিন আগে এক সাক্ষাৎকার দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হন মারাঠি ও হিন্দি সিনেমার পরিচিত মুখ গিরিজা ওক। পরনে নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ—সেই ছবি সোশ্যালে ছড়িয়েছে ঝড়ের গতিতে। কেউ কেউ তাকে ভারতের ‘সিডনি সুইনি’ বলছেন, তো কেউ বা ‘মনিকা বেলুচি’-এর সঙ্গে তুলনা করেছেন। রাতারাতি তিনি হয়ে ওঠেন জাতীয় ক্রাশ।
তবে এই প্রশংসার পাশেই ঘটেছে এক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা বিকৃত তার অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী।
জানিয়েছেন অনলাইনে পুরুষদের কাছ থেকে পাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা, যার মধ্যে ছিল তাঁর ‘রেট’ জিজ্ঞাসা করার মতো কুরুচিকর প্রশ্নও। মাত্র ১৫ বছর বয়সে মারাঠি সিনেমায় অভিষেক ঘটেছে গিরিজার।
তিনি বলেন, ‘‘কেউ বলেছেন, ‘আমি আপনার জন্য সবকিছু করতে পারি, আমাকে একটা সুযোগ দিন।’ এমনকি কেউ আমার রেটও জানতে চেয়েছে, ‘এক ঘণ্টা সময় কাটানোর দাম কত?’ এই ধরনের অনেক মেসেজ আমি পেয়েছি। ’’
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, যে পুরুষেরা অনলাইনে তাকে এই ধরনের বার্তা দেন, তারা যদি বাস্তব জীবনে তার মুখোমুখি হন, তবে হয়তো মুখও তুলে তাকাবেন না। কিন্তু এই পর্দার আড়ালে থেকেই মানুষ যা খুশি তাই বলতে পারে। অথচ সামনে এলে তারা ভালোবাসার এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন।
‘এটা একটা অদ্ভুত পরিস্থিতি। ভার্চুয়াল স্পেসকে আমরা কতটা গুরুত্ব দিয়ে দেখব, তা নিয়ে বড় বিতর্ক হতে পারে,’ বলেন গিরিজা।
এই ভাইরাল হওয়ার ঘটনা তার পেশাগত জীবনে কোনো পরিবর্তন এনেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে গিরিজা বলেন, কেউ জিজ্ঞেস করল, কিছু বদলেছে কিনা। আমি বললাম, না, আমি অতিরিক্ত কাজের প্রস্তাব পাচ্ছি না।
এআই দ্বারা বিকৃত অশ্লীল ছবিগুলো ভাইরাল হওয়ার পর, অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে পরিস্থিতির নিন্দা করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, তার স্বাচ্ছন্দ্যের মাত্রা ছাড়িয়ে তার ছবিগুলোকে যৌনতা এবং পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা দেখে তিনি ক্ষুব্ধ।
একইসঙ্গে তিনি জানান, ১২ বছরের এক ছেলের মা হিসেবে এই ঘটনা তাকে আরো বেশি করে কষ্ট দিয়েছে।
অভিনেত্রী বলেন, যখন কিছু ভাইরাল হয়, যখন কিছু ট্রেন্ডিং হয়, তখন সাধারণত এই ধরনের ছবি তৈরি হয় এবং প্রচারিত হয়—যতক্ষণ না মানুষ আপনার পোস্টে ক্লিক করছে এবং আপনি যথেষ্ট লাইক, ইন্টারঅ্যাকশন ও ভিউ পাচ্ছেন। এতেই আপনার উদ্দেশ্য পূরণ হচ্ছে। আমরা সবাই জানি এই খেলাটা কিভাবে চলে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য লালানটপকে একটি সাক্ষাৎকার দেন গিরিজা। সাক্ষাৎকারটি প্রকাশের পরপরই তাকে নিয়ে চর্চা শুরু হয়। সাক্ষাৎকারে একের পর এক প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি কথা বলার ধরন, হাসি, চাহনি মুগ্ধ করেছে তরুণদের। সেই সঙ্গে গিরিজার সাজপোশাকও (নীল শাড়ি, কপালে টিপ) আলাদাভাবে নজর কেড়েছে। সাক্ষাৎকার দেওয়ার ছবিটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, দুই দশকের ক্যারিয়ার গিরিজার। ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেনডে’–এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তবে তাকে নিয়ে কখনোই এতটা আলোচনা হয়নি। মারাঠি সিনেমার দর্শকের মধ্যে তিনি পরিচিত, তবে মারাঠি ইন্ডাস্ট্রির বাইরে তার খুব একটা পরিচিতি নেই। এবার পুরো ভারত তাকে চিনল।


































