• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

পরীমণির ভালোবাসার তালায় নতুন নাম ‘শাওন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১০:২৪ পিএম
পরীমণির ভালোবাসার তালায় নতুন নাম ‘শাওন’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন, একাধিক সম্পর্ক ও বিয়ে নিয়ে তিনি সবসময়ই সংবাদের শিরোনামে থাকেন। পরীর সঙ্গে নতুন কোনো ছেলে দেখলেই ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। তবে এবার যে কাণ্ড ঘটালেন পরী, তাতে নতুন প্রেমের গুঞ্জন যেন আরও পোক্ত হলো! 

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন নায়িকা। দেখা যায়, এক যুবকের হাত ধরে ঘুরছেন নায়িকা। যদিও সেই যুবক বিনোদন অঙ্গনের কেউ কি না, তা স্পষ্ট নয়, তবে ভিডিও দেখে অনুমান করা যায়, তার নাম ‘শাওন’!

ভিডিওর শুরুতে দেখা যায়, ছেলেটির হাত ধরে পরীমণি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর সুন্দর একটি কাঠের সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পরীমণি কিছুটা মজার ছলেই কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের রসায়ন বোঝা যায়।

যেমন পরীমণিকে বলতে শোনায়, ‘আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের এক যুগের বেশি। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা করো, এই প্রথম ট্যুর আমাদের বিদেশ ট্যুর একসাথে, না? এবার আমি ঝগড়া করবোই!’

এই খুনসুটির মাঝেই দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার বন্ধনকে প্রতীকীভাবে চিরস্থায়ী করতে অনেক প্রেমিক যুগল এই ধরনের তালা বিশেষ স্থানে ঝুলিয়ে দেন।

এই তালায় সাদা রঙে লেখা দুটি নাম- ‘পরী’ এবং ‘শাওন’। নাম দেখে নিশ্চিত হওয়া যায়, এই ছেলেটিই হলেন ‘শাওন’। এরপর দুজন মিলে হাসি মুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে আটকে দিলেন তারা। 

ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আমি কোনো ঝগড়া করি নাই ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।’

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে শোরগোল। প্রশ্ন উঠেছে তাদের মনে, এই শাওন কি শুধুই পরীর ঘনিষ্ঠ বন্ধু, নাকি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী? যদিও এর রহস্য জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!