• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

দেবকে আর কী প্রশ্ন করব, শুধু জানতে চাইবো কেমন আছো: শুভশ্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১০:৫৩ এএম
দেবকে আর কী প্রশ্ন করব, শুধু জানতে চাইবো কেমন আছো: শুভশ্রী

টালিউডের জনপ্রিয় প্রাক্তন জুটি দেব ও শুভশ্রীকে ঘিরে বিতর্ক যেন কখনোই থামছে না। বহু বছর আগে সম্পর্কের ইতি টানলেও, ভক্তদের মনে আজও এই জুটির নাম একসঙ্গে উচ্চারিত হয়। সম্প্রতি শুভশ্রীর একটি সাক্ষাৎকার ঘিরে আবারও আলোচনায় ফিরেছে এই পুরোনো সম্পর্ক। খবর হিন্দুস্তান টাইমসের।

বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’–এর প্রচারণায়। তবে প্রচারের মঞ্চেও দেবের প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়—যদি তিনি একজন সাংবাদিক হতেন, তাহলে স্বস্তিকা মুখার্জি, জিৎ এবং দেবকে কী প্রশ্ন করতেন?

শুভশ্রী জানান, স্বস্তিকাকে তিনি জিজ্ঞেস করতেন কেন দর্শকরা তার কাছ থেকে আরও বাংলা সিনেমা পাচ্ছেন না, আর জিৎকে জানতে চাইতেন তার প্রিয় সহ-অভিনেত্রী কে। কিন্তু দেবের প্রসঙ্গ উঠতেই কিছুক্ষণ নীরব থেকে হালকা হাসিতে অভিনেত্রী বলেন,

“দেবকে আর কী প্রশ্ন করব? শুধু জানতে চাইব—কেমন আছো?”

এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উত্তরেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নতুন জল্পনা। কেউ কেউ বলছেন, শুভশ্রীর কণ্ঠে যেন পুরোনো আবেগের আভাস মিলেছে; আবার অনেকে মনে করছেন, এটি শুধুই সৌজন্যমূলক মন্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেব-শুভশ্রীর অতীত সম্পর্ক এবং বর্তমান অবস্থান নিয়ে চলছে নানা আলোচনা। যদিও দুই তারকাই এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, শুভশ্রী সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর—যেখানে তিনি নতুন এক চরিত্রে হাজির হচ্ছেন দর্শকদের সামনে।

Link copied!