• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেয়ে প্রিয়মকে পেলেন কীভাবে, জানালেন পরীমণি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৮:২০ পিএম
মেয়ে প্রিয়মকে পেলেন কীভাবে, জানালেন পরীমণি
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। বর্তমানে সিংগেল মাদার হিসেবে দুই সন্তানের মা তিনি। যদিও কন্যা সন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নিয়েছিলেন এই নায়িকা, তা নিয়ে আলোচনা কমও হয়নি। 

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দত্তক নেওয়া কন্যা প্রসঙ্গে খোলামেলা আলচনা করেন পরীমণি। সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, একজন ছেলে সন্তান থাকা সত্ত্বেও কেন কন্যা সন্তান দত্তক নিলেন নায়িকা।

জবাবে নায়িকা জানান, তিনি ১০০ বাচ্চার মা হতে চান। আরও ৯৮ টা বাচ্চা দত্তক নেওয়ারও ইচ্ছে রয়েছে তার। পরীমণির কথায়, ‘আমাকে আরও ৯৮ টা বাচ্চা নিতে হবে।’

পরীমণি বলেন, ‘আমি ১০০ বাচ্চার মা হতে চাই। এবং আল্লাহ আমাকে অতটুক বড়লোক করুক। মানে বড় করুক বলি নাই, আমি বলছি আমাকে বড়লোক করুক। কারণ অনেক টাকা লাগে বাচ্চাদেরকে পালতে হলে, ঠিকঠাক মতো বড় করতে হলে।’

কিন্তু একা কীভাবে বাচ্চাদের দায়িত্ব সামলাবেন, সে প্রসঙ্গে পরীমণির উত্তর, ‘আমি পারবো। বিশ্বাস করেন না, আমি পারবো।’

এক পর্যায়ে নায়িকাকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় সন্তান প্রিয়মকে তিনি কোথায় পেলেন; জবাবে নায়িকা ছোট্ট করে বলেন, ‘আল্লাহ দিয়েছেন।’

পরীমণি নিজের সন্তানদের নিয়ে শো-অফ করেন, ‘এমন সমালোচনার জবাবে নায়িকা বলেন, ‘তাহলে আমার বাচ্চাদের নামে শুরু থেকে পেইজ থাকতো। সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম তো হয়। ইউটিউবে চ্যানেল থাকতো। সাহিম মোহাম্মদ পূণ্য, সাফিরা সুলতানা প্রিয়ম কই? অনেক নায়িকা তো করেছে, আমাদের ইন্ডাস্ট্রিতে তো করছে অনেক মানে, তাদের তো সবার বাচ্চাদের নামে পেজ আছে।’ 

পরীমণি আরও বলেন, ‘তো আমি সেটাকে বলি নাই যে সেটা আসলে অনেক খারাপ কিছু। করতেই পারে। কিন্তু আমার ব্যক্তিগত একটা চয়েস আছে না, যে আমি আসলে কি করবো? এবং ও আসলে এটাতে কতটুকু ইউজড টু হবে, ও আসলে বড় হয়ে এটা কি চায় কি চায় না সেটা তো আমি জানি না। তদ্দুর আমি একটা পেইজ খুলে বসে থাকবো? মানে আমার কাছে স্টুপিড লাগে ব্যাপারটা।’

Link copied!