এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে এখন আর পর্দায় পাওয়া যায় না। দীর্ঘ বিরতি কাটিয়ে কয়েক বছর আগে কিছু সিনেমাতে কাজ করলেও সেগুলো সেভাবে সাড়া ফেলতে পারেনি।
অভিনয়ে এখন সরব না হলেও সোশ্যালে বেশ সরব এই চিত্রনায়িকা। মাঝেমধ্যেই নানা বিষয় নিয়ে কথা বলেন, নিজের পুরনো সময়ের স্মৃতিচারণা করতেও দেখা যায় তাকে।
আজ রবিবার নিজের সোশ্যালে বেশ পুরনো একটি ছবি শেয়ার করেন মুনমুন। ছবিতে তার সঙ্গে দেখা গেছে এক সহকারী পরিচালককে। অভিনেত্রী জানিয়েছেন, ছবিটি ‘শত্রু সাবধান’ সিনেমার শুটিংয়ের সময়ে তোলা।
মুনমুন লিখেছেন, “‘শত্রু সাবধান’ ছবির আউটডোরের শুটিং কক্সবাজারে করছিলাম, এর মাঝে সহকারী পরিচালক ভাইয়া এসে বললেন মুনমুনের সঙ্গে একটা ছবি তুলে রাখি।
আমিও খুশি হলাম, ছবি তুললাম একসঙ্গে। ভাইয়ার নাম শেখ শামীম ভাই। ধন্যবাদ মোতালেব ফরাজি ভাই, নাম মনে করিয়ে দেওয়ার জন্য।” এরপর তিনি আরো লেখেন, ‘স্মৃতিটা ছবি হয়ে রয়ে গেছে।
তখনকার আমাকে দেখে ভীষণ আফসোস হয়। সেই দিনগুলো কত ভালো ছিল। এককথায় বলা যায় আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’ অভিনয়ের বাইরে মুনমুনের ইচ্ছে ছিল গায়িকা হওয়ার। সে ইচ্ছেও পূরণ করেছেন তিনি।
বছর চারেক আগে ‘বাউলা মাইয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।
১৯৯৬ সালে ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মুনমুনের। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।



































