• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাসান মাসুদ এখনও হাসপাতালে, কেমন আছেন অভিনেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১০:১৯ পিএম
হাসান মাসুদ এখনও হাসপাতালে, কেমন আছেন অভিনেতা
অভিনেতা হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ তীব্র মাথাব্যথা ও খিঁচুনি শুরু হলে তাকে দ্রুত ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসান মাসুদের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আরও অন্তত এক সপ্তাহ থাকতে হবে। 

তিনি বলেন, এখনই বাসায় ফেরার মতো অবস্থায় নেই। চিকিৎসকেরা আপাতত হাসপাতালেই রাখার পরামর্শ দিয়েছেন। বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষায় রক্তসহ কয়েকটি বিষয়ে সামান্য জটিলতা ধরা পড়েছে, সেগুলোর চিকিৎসা চলছে।

এর আগে হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন হাসান মাসুদ। সাম্প্রতিক সময়ে তিনি নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-এর শুটিং শুরু করেছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত সব কাজ স্থগিত রয়েছে। ভক্ত-সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!