• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

আমির খান-কারিশমার চুম্বনের দৃশ্য শুট করতে হয়েছিল টানা ৪৭ বার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৩:১০ পিএম
আমির খান-কারিশমার চুম্বনের দৃশ্য শুট করতে হয়েছিল টানা ৪৭ বার

সিনেমার রঙিন পর্দায় দর্শকরা যে নিখুঁত দৃশ্য উপভোগ করেন, তার পেছনে লুকিয়ে থাকে অজানা অনেক কষ্ট আর অধ্যবসায়ের গল্প। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’ তারই এক অনন্য উদাহরণ।

৪৭ বার রিটেকের ঘটনা

আমির খান ও কারিশমা কাপুর অভিনীত ছবিটির একটি চুম্বনের দৃশ্য শুট করতে হয়েছিল টানা ৪৭ বার। শীতল পাহাড়ি অঞ্চলে তিন দিন ধরে চলেছিল সেই শুটিং। তীব্র শীতে অভিনেতা-অভিনেত্রীদের বারবার থেমে যেতে হচ্ছিল, ফলে ছোট্ট একটি দৃশ্য রূপ নিতে সময় লেগেছিল অস্বাভাবিকভাবে বেশি।

শুটিং সেটে অস্বস্তি

ঘটনার আরেকটি দিক হলো, শুটিং সেটে উপস্থিত ছিলেন কারিশমার মা ববিতা। তাঁর উপস্থিতি এবং চরিত্রের প্রকৃতি আমির খানকে আরও দ্বিধায় ফেলেছিল। জানা যায়, ছবির প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন আমির। তবে পরিচালক ধর্মেশ দর্শনের অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হন।

বক্স অফিসের বিস্ময়

মাত্র ৬ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি বক্স অফিসে ঝড় তোলে। আয় করে প্রায় ৭৮ কোটি রুপি, যা সে সময়ের হিসেবে ছিল এক বিরল সাফল্য। প্রযোজকেরা পান বিনিয়োগের ১০ গুণের বেশি মুনাফা। শুধু অর্থনৈতিক দিকেই নয়, দর্শকের ভালোবাসায়ও ছবিটি হয়ে ওঠে অবিস্মরণীয়।

গল্প ও স্বীকৃতি

ছবির কাহিনি এক ট্যাক্সিচালক রাজু (আমির খান) এবং ধনী পরিবারের মেয়ে আরতির (কারিশমা কাপুর) প্রেমকাহিনি ঘিরে। অভিনয়ের জন্য আমির খান পান ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার, আর কারিশমা কাপুর জয় করেন সেরা অভিনেত্রীর সম্মাননা।

আড়ালের পরিশ্রমের প্রতিচ্ছবি

‘রাজা হিন্দুস্তানি’র শুটিং কেবল একটি চলচ্চিত্র নির্মাণের গল্প নয়; এটি প্রমাণ করে নিখুঁত একটি দৃশ্যের জন্য শিল্পীরা কতটা শ্রম দেন। দর্শকরা যে জাদু পর্দায় অনুভব করেন, তার আড়ালে লুকিয়ে থাকে এমন অনেক অধ্যায়, যা সাধারণত আলোচনায় আসে না।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!