• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২,

এখনকার নায়িকাদের পোশাক দেখে মুখ ঢাকতে হচ্ছে, লজ্জা লাগছে: নাসরিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:৩৫ পিএম
এখনকার নায়িকাদের পোশাক দেখে মুখ ঢাকতে হচ্ছে, লজ্জা লাগছে: নাসরিন

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী নাসরিন আক্তার নার্গিস। অভিনয় জীবনে ছোট পোশাকে পারফর্ম করায় ‘অশ্লীলতার’ তকমা জুড়ে দেওয়া হয় তাকে। এই অভিনেত্রীই এবার সমালোচনা তুললেন বর্তমান প্রজন্মের নায়িকাদের পোশাক নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসরিন বলেন, ‘আমরা যখন অভিনয় করতাম, তখন সেটা ছিল চলচ্চিত্রের জন্য, ক্যামেরার সামনে। আমাদের নাচের দৃশ্যে কিছুটা খোলামেলা পোশাক থাকলেও তা চরিত্র বা গানের প্রয়োজনে ছিল। কিন্তু এখন দেখি ইউটিউবে বামেয়েরা কীভাবে অ্যাওয়ার্ড নিচ্ছে, নিজেদের শিল্পী বলে দাবি করছে। আর তাদের পোশাক-আশাক দেখে মুখ ঢাকতে হচ্ছে, আমাদের লজ্জা লাগছে।’

নাসরিন বলেন, ‘দর্শকের জন্য অভিনয় করেছি, চলচ্চিত্রের জন্য অভিনয় করে হয়তো আমরা ছোট পোশাকগুলো পড়েছি। কিন্তু তারা কাদের জন্য পোশাকগুলো পরে? আমার অনুরোধ, তাদের আপনারা চিহ্নিত করুন, এরা কী কাজ করে, কেন পোশাকগুলো পরছে, তারা কেন নিজেদের শিল্পী বলে? তারা নিজেদের শিল্পী বলছে, আমাদের মানক্ষুণ্ণ হচ্ছে।’

এছাড়া চলচ্চিত্র নির্মাণ নিয়ে হতাশা প্রকাশ করে নাসরিন বলেন, ‘এখন যারা ছবি বানাচ্ছে, তারা চলচ্চিত্রের মানুষ নয়, তারাওরকম কোনো ডিরেক্টর নয়; চলচ্চিত্র থেকে কোনো শিক্ষা নেয়নি।’

১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের ‘লাভ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে তথ্যগত বিভ্রান্তি রয়েছে। লাভ সিনেমার পাশাপাশি ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিশপথ’ ছবিও তার প্রথম ছবি হিসেবে বলা হয়। তবে দিলদারের সঙ্গে অভিনয় করে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী। এই জুটি সিনেমাপ্রেমীদের নিকট যেমন গ্রহণযোগ্যতা পেয়েছিল, তেমনই বেশ বিনোদিত করেছিল।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!