আনন্দবাজারকে জয়া আহসান

‘বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, দেশে ছবি তৈরি হচ্ছে, আগের মতোই কাজ হচ্ছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:১৫ পিএম
‘বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, দেশে ছবি তৈরি হচ্ছে, আগের মতোই কাজ হচ্ছে’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গত রোববার কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ভারতীয় সংবাদমাধ্যম আন্দবাজারের মুখোমুখি হন তিনি।

সেখানে এক প্রশ্নের জবাবে ওপার বাংলার এই গণমাধ্যমকে জয়া স্পষ্টই জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। 

তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’

বিনোদন দুনিয়া কি এখন একেবারেই অনুসরণকারীর সংখ্যা নির্ভর? এ প্রশ্নে জয়া দৃঢ়ভাবে বলেন, “আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের উপরে নির্ভর করে না। পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়। কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়।”

তবে প্রযোজনা সংস্থা অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বাছাই করছে—এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দেননি তিনি। 

জয়ার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে, তাই এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, ছবির নায়িকা যদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন, তাহলে ছবির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বাড়ে।

অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, “কয়েক মিনিটের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করছেন, সেটাই হয়তো সেরা মনে হচ্ছে। কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি না থাকলে অভিনেত্রী হওয়া সম্ভব নয়।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!