নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ব্যক্তিগত জীবন ও বিয়ের বিষয় নিয়ে সরল ও আন্তরিকভাবে কথা বলেছেন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিয়ে কবে হচ্ছে এই প্রশ্নের আসলে নতুন কোনো উত্তর নেই। যেদিন হবে সেদিন সবাই জানতে পারবে। বাকিটা আল্লাহর ইচ্ছা।
সাফা কবির জানান, তার বন্ধুদের অনেকেই চায় না সে বিয়ে করুক। তিনি বলেন, “ওরা বলে, ‘আরে থাক, তুই বিয়ে করে কি করবি, তুই থাক আমাদের কাছে।’ এমনকি আমার বাবা-মা-ও বিয়ের ব্যাপারে চাপ দেন না। আমি তাদের একমাত্র মেয়ে। তাদেরও খুব মাথাব্যথা নেই বিয়ে নিয়ে। অবশ্যই একদিন তো ফ্যামিলি হবে, ইনশাল্লাহ।”
অভিনেত্রী বলেন, ‘লাভ ম্যারেজ চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা।’