• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

কী হয়েছিল অভিনেত্রী তটিনীর, নেওয়া হলো হাসপাতালে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ১০:৩৫ এএম
কী হয়েছিল অভিনেত্রী তটিনীর, নেওয়া হলো হাসপাতালে
তানজিম সাইয়ারা তটিনী

শুটিং করতে গিয়ে চট্টগ্রামে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার সন্ধ্যায় শুটিং সেটে থাকা একটি লাইটস্ট্যান্ড মাথায় পড়ে আহত হন এ অভিনেত্রী। এরপরই নেওয়া হয় হাসপাতালে। নির্মাতা হাসিব হোসেন জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে এখন শঙ্কামুক্ত আছেন অভিনেত্রী।

হাসিব হোসেন বলেন, ‘চট্টগ্রামে ঈদের “মন মঞ্জিলে” নাটকের শুটিং করছিলাম। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে দৃশ্যধারণের সময় হঠাৎ করেই সেটে থাকা একটি ভারী লাইটস্ট্যান্ড নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে তটিনীর মাথায়। তিনি আহত হন।

সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। মাথার কিছু অংশ ফুলে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।’

তবে দুর্ঘটনার পর আপাতত আজ শুটিং বন্ধ রাখা হয়েছে। নাটকটিতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!