• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

অগ্রিম ২ কোটি টাকা আয় করে আলোচনায় রণবীরের সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৩:২৬ পিএম
অগ্রিম ২ কোটি টাকা আয় করে আলোচনায় রণবীরের সিনেমা

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক রণবীর কাপুর। এই নায়কের বহুল আলোচিত সিনেমা ‘‍শামসেরা‍‍’। গতকাল শুক্রবার (২২ জুলাই) ‍‍‘শামসেরা‍‍’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এর আগে রবিবার (২০ জুলাই) শুরু হয় এর অগ্রিম টিকিট বিক্রি। জানা যায়, অগ্রিম টিকিট বিক্রিতে প্রথম দিনেই দুই কোটি রুপি আয় হয়েছে সিনেমাটির।

‍‍‘শামসেরা‍‍’-এর শুটিং শেষ হয় ২০২০ সালে। মহামারি করোনার কারণে সিনেমার মুক্তি পিছিয়ে যায় কয়েক দফা। অবশেষে মুক্তি পেলো। শুটিং শুরু থেকে শেষ পুরোটা সময়ই ‘শামসেরা‍‍’ ছিল আলোচনার তুঙ্গে।

রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সাঞ্জু‍‍’তে। ‍‍‘শামসেরা‍‍’ দিয়ে দীর্ঘ বিরতি ভাঙলেন চকলেট বয় খ্যাত এই নায়ক

মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‍‍‘ব্রহ্মাস্ত্র‍’  সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।

Link copied!