• ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

৫ আগস্ট আসছে আলিয়ার ‘ডার্লিংস’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০৪:০১ পিএম
৫ আগস্ট আসছে আলিয়ার ‘ডার্লিংস’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। যিনি অভিনয়ের জাদু দিয়ে জয় করেছেন ভক্তদের হৃদয়। সিনেমা জগতে অনেক এগিয়ে এখন আলিয়া। অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। তার সিনেমার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। এবার আসছে তার সিনেমা ‘ডার্লিংস’। তবে হলে নয়, এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

মঙ্গলবার (৫ জুলাই) প্রকাশ পায় সিনেমাটির টিজার ও পোস্টার। আলিয়ার সঙ্গে এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউ।

সিনেমাটি আলিয়া অভিনীত প্রথম থ্রিলার। এটি দিয়ে তিনি প্রযোজনাতেও নাম লেখালেন। এর পরিচালনা করেছন জসমিতকে রিন।

টিজারটি শেয়ার করে আলিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, “এটা শুধুই একটা টিজ ডার্লিংস। প্রযোজক হিসেবে এটা আমার প্রথম সিনেমা সেটাও রেড চিলিসের সঙ্গে। আমরা আশা করি এটি সারা বিশ্বের দর্শকদের বিনোদন দেবে।”

ভিডিওটি শেয়ার দিতেই ভাইরাল। তার ভক্তরা টিজার দেখে এবং তার কাজে মুগ্ধ হয়েছে। একজন ভক্ত লিখেছেন, “এমন একটি আকর্ষণীয় টিজার দেখে মুগ্ধ হলাম। অনেক সাসপেন্স উন্মোচনের জন্য অপেক্ষা করছে।”

এদিকে ছবিটির আরেক প্রযোজক রেড চিলিসের মালিক শাহরুখ খান। তিনিও টিজারটি শেয়ার দিয়ে আলিয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!