হিন্দি গানের মিউজিক ভিডিওর মডেল হলেন প্রার্থনা ফারদিন দীঘি। গানটি প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে।
গানটির নাম ‘হোঁটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের লেখা গানটি গেয়েছেন ন্যানসি ও প্রেম। এটির ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার।
মিউজিক ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত দীঘি, “এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হতে পেরে আমি আনন্দিত।”
দীঘির সঙ্গে এই গানে মডেল হয়েছেন ফারহান খান রিও। গত ২৭ আগস্ট এই মিউজিক ভিডিওটির চিত্রায়ণ শুরু হয়েছে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে। শুটিং এবং সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে।