• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

হাসপাতালে কাজী হায়াৎ, দোয়া চাইলেন মারুফ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০১:০১ পিএম
হাসপাতালে কাজী হায়াৎ, দোয়া চাইলেন মারুফ

দেশের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎকে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে তার ছেলে নায়ক কাজী মারুফ লিখেছেন, “আমার বাবাকে তার এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।”

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ আরও বলেন, “দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে যাতে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারে।”

চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন নির্মাতা কাজী হায়াৎ। বছর দুয়েক আগে অসুস্থ হয়ে নিউইয়র্কে চিকিৎসাধীন ছিলেন এই নির্মাতা। তখন তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

Link copied!