নয়া মোড় নিয়েছে সুশান্ত সিং রাজপুত মামলা। এই অভিনেতার ডিলিট হওয়া ইমেইল, সোশ্যাল মিডিয়া পোস্ট ও চ্যাট সম্পর্কিত সব তথ্য হাতে পেতে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ১৪ জুনের ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে, এমন কোনো দিক তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখতে চান না সংস্থাটির কর্মকর্তারা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে, সিবিআই’র পক্ষ থেকে সুশান্তের ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিলিট হওয়া তথ্য চাওয়া হয়েছে মার্কিন সরকারের কাছে। দুই দেশের মধ্যে একটি মিউচুয়্যাল লিগ্যাল অ্যাসিসট্যান্স ট্রিটি রয়েছে; যার জেরে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত দুই কোম্পানি গুগল এবং ফেসবুকের কাছ থেকে অভিনেতার অ্যাকাউন্ট থেকে মুছে দেওয়া তথ্য চাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই কর্মকর্তা বলেছেন, “এই মামলার নিষ্পত্তিতে পৌঁছানোর আগে কোনো দিক অধরা রাখতে চাই না। আমরা জানতে চাই, এই ধরনের কিছু মুছে দেওয়া চ্যাট বা পোস্ট রয়েছে কিনা, যা আমাদের এই মামলায় নতুন কোনো তথ্য দিতে পারে।”
২০২০ সালের ১৪ই জুন সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার দেহ। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশের তরফে বলা হয়েছিল আত্মহত্যাই করেছেন সুশান্ত, সেই নিয়ে বিতর্ক কম হয়নি।
অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর অগস্টে এই মামলার দায়ভার যায় সিবিআইয়ের হাতে। তারপর থেকে প্রায় দেড় বছর অতিক্রান্ত, কিন্তু সুশান্তের তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে সেই নিয়ে বিশেষ কোনো তথ্য মেলেনি সিবিআইয়ের কাছ থেকে।