শ্রীলংকান গায়িকা ইয়োহানি ডি’সিলভা ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে পেয়েছেন জনপ্রিয়তা। এশীয় অঞ্চলে তার গান শুনে মুগ্ধতা প্রকাশ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার এই জনপ্রিয়তার জেরে বলিউডে গান গেয়েছেন। ভারতে কনসার্টে অংশ নিয়েছেন। এবার অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো বিগ বসের ১৫তম আসরে।
অনুষ্ঠানে ইয়োহানির অনুরোধে তার সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গান পরিবেশনের চেষ্টা করেন অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান।
কালারস টেলিভিশনের ইনস্টাগ্রামে প্রকাশিত এ অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে, সিংহলী ভাষার এ গানের শব্দ উচ্চারণে সালমান খানের হিমশিম অবস্থা দেখে দর্শকদের সঙ্গে ইয়োহানিও হাসি আটকে রাখতে পারেননি।
টেলিভিশনটি বলছে, এবারই প্রথমবারের মতো ভারতীয় কোনো টিভি চ্যানেলে হাজির হচ্ছেন ইয়োহানি। এবারের পর্বটি শনিবার ভারতীয় সময় রাত ৯টায় সম্প্রচার হবে।
এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়ে বলিউডের শ্রীলংকান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়োহানি; দুজনের একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।