• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

শাহরুখের পাশে বলিউড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ১২:৪৫ পিএম
শাহরুখের পাশে বলিউড

মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এমন পরিস্থিতিতে ছেলের জামিনের জন্য দৌড়ঝাপ করছেন। কিন্তু জামিন মেলেনি। আদালত তাকে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে দিয়েছেন।

শাহরুখের এই দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা। ঘটনার দিন রাতেই সালমান খান ছুটে গিয়েছিলেন শাহরুখের বাড়িতে। সোমবার দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেট্টি, আনন্দ এল রাই ও আদিত্য চোপড়া শাহরুখকে ফোন করেছেন। তারাও খোঁজ নিচ্ছেন আরিয়ানের।

বলিউডের কয়েকজন শিল্পী আরিয়ানের গ্রেপ্তারের খবরে টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সুনীল শেট্টি টুইট করেছেন, “তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। এবার ছেলেটিকে একটু নিশ্বাস নিতে দিন।”

পূজা ভাট শাহরুখকে উল্লেখ করে লেখেন, “আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনো কিছু আপনার হবে না। কিন্তু মনে হলো, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।”

এদিকে কিং খানের জনসংযোগ কর্মকর্তারা তারকাদের অনুরোধ জানিয়েছেন, তারা যেন শাহরুখের বাড়িতে ভিড় না করেন। এতে করে বাড়ির বাইরে অনেক সাংবাদিক উপস্থিত হন। ফলে অসুবিধার সৃষ্টি হতে পারে।

৩ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরি থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করে এনসিবি।

আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয় সেই প্রমোদতরি থেকে।

শাহরুখ-গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

Link copied!