• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন মিথিলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০২:২৩ পিএম
মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন মিথিলার

মুম্বাইয়ে বসে স্বামী সৃজিত মুখার্জির জন্মদিন উদযাপন করলেন রাফিয়াত রশিদ মিথিলা। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে কেক কাটেন তিনি। এরপর মাইলসের বিখ্যাত গান ‘আজ জন্মদিন তোমায়’ ফেসবুকে শেয়ার করেও বিশেষ শুভেচ্ছা জানান সৃজিতকে। এ সময় তিনি জন্মদিনের বেশ কিছু স্থির চিত্র প্রকাশ করেন।

ছবিগুলো নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে টলিউডের এই জনপ্রিয় পরিচালক লেখেন, “শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম।”

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জি আজ ৪৪ বছরে পা দিয়েছেন। তিনি একাধারে অভিনেতা, চিত্রনাট্যকার এবং অর্থনীতিবিদও। ২০১০ সালে প্রথম সিনেমা ‘অটোগ্রাফ’ পরিচালনার পরপরই আলোচনায় আসেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে তাকে। এখন তিনি বলিউডে ‘শাবাশ মিঠু’ সিনেমরা শুটিংয়ে ব্যস্ত আছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!