বলিউডে পা রাখতে চলেছেন বিখ্যাত বক্সার মাইক টাইসন। করণ জোহর এক টুইটার পোস্টে জানিয়েছেন, তার নতুন ছবি ‘লাইগার’-এ অভিনয় করবেন তিনি। মাইকের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে। খবর জিনিউজ ইন্ডিয়ার।
করণ টুইটারে করণ লেখেন, “এই প্রথম ভারতীয় সিনেমার পর্দার দেখা যাবে ‘কিং অব রিং’ মাইক টাইসনকে। ‘লিগার’ টিমে মাইক টাইসনকে স্বাগত।”
পাশাপাশি ছবির একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেন করণ। সাদা-কালো ভিডিওতে ‘লিগার’ টিমের পক্ষ থেকে বলা হয়, “আমরা গর্বিত যে প্রথমবার ভারতীয় ছবিতে অভিনয় করতে চলেছেন ইতিহাস রচয়িতা, অপ্রতিরোধ্য আইকন, প্রবাদপ্রতিম মাইক টাইসন।”
ভিডিওতে দেখে যদিও এই স্পোর্টস ড্রামার চিত্রনাট্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে না যে, আদৌ বিজয়ের বিপরীতে মাইক টাইসনকে রিংয়ে দেখা যাবে কি না।
এই ভিডিওটি টুইট করে বিজয় দেবেরাকোন্ডা লিখেছেন, “আমরা পাগলামি দেখাব বলেছিলাম, এখান থেকেই তার শুরু। প্রথমবার ভারতীয় পর্দায় পৃথিবীর সবচেয়ে ভয়ংকর লোক, বক্সিংয়ের ঈশ্বর, লেজেন্ড, সর্বকালের সেরা।”
তবে এটাই প্রথমবার নয় এর আগেও বলিউডের ছবিতে দেখা গেছে মাইক টাইসনকে। ২০০৭ সালে শাহিদ কাপুর অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে শাহিদের সঙ্গে ছিলেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ ও সানি দেওল।