• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

দেবী কালী বিতর্কে নতুন মোড়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ০১:৫০ পিএম
দেবী কালী বিতর্কে নতুন মোড়!

সনাতন ধর্মাবলম্বীদের পূজনীয় দেবী মা কালী। এই দেবী কালীকে অপমান করার অভিযোগ উঠেছিলো দক্ষিণী পরিচালক লীনা মনিমেকালাই এর বিরুদ্ধে। তবে এবার এবার সেই অভিযোগ নিলো নতুন মোড়।

পরিচালককে সমন পাঠালো দিল্লির তিস হাজারি আদালত। মা কালী সিগারেট খাচ্ছেন, এমন দৃশ্য তুলে ধরা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । হিন্দু দেবীকে ‘কুরুচিকরভাবে’ পেশ করবার অপরাধে পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতেই অন্তর্বতীকালীন এই রায় দিয়েছেন বিচারক অভিষেক কুমার।
 

একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ‘কালী’র পোস্টারের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে। হিন্দু দেবীকে অশালীন ভাবে চিত্রিত করবার অভিযোগে লীনার বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় আগেই অভিযোগ দায়ের হয়েছে আর এবার সমন পাঠানো হল পরিচালককে।

পরিচালক লীনা মনিমেকালাই এর কথা শুনেই আদালত এই মামলা নিয়ে বিস্তারিত রায় দেবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ই অগস্ট।

 

 

Link copied!