• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

দুঃসময়ের বন্ধুকে পায়েল উপহার দিলেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৫:৫৬ পিএম
দুঃসময়ের বন্ধুকে পায়েল উপহার দিলেন পরীমনি

দেশের প্রতিষ্ঠিত চিত্রনায়িকা পরীমনি। অভিনয় করেছেন ত্রিশটির বেশি সিনেমায়। অন্যদিকে রাজ রিপা নতুন। সিনেমায় অভিনয় করলেও মুক্তি পায়নি। পরীমনি যখন মাদক মামলায় কারাগারে, তখন চলচ্চিত্রের অগ্রজ পরীমনির পাশে দাঁড়িয়েছিলেন তিনি। শাহবাগে পরীমনির মুক্তির দাবিতে কণ্ঠ সোচ্চার করেছিলেন।

কারাগার থেকে জামিনে বেরিয়ে দুঃসময়ে পাশে দাঁড়ানো অনুজ রাজ রিপাকে উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ভালোবাসার প্রতিদানস্বরূপ উপহার দিয়েছেন সোনার পায়েল। রাজ রিপা নিজের ফেসবুকে এমনটাই জানিয়েছেন। প্রকাশ করেছেন ছবি।

রাজ রিপা শুক্রবার নিজের ফেসবুকেও ঘটনাটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “এভাবে ছোট বোন বলে ডাকলা পরীমনি আপি। তাহলে আমার বড় বোন ডাক নামটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারনা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল।”

গত ৪ আগস্ট পরীমনিকে তার বাসা থেকে আটক করে র‍্যাব। এরপর মাদক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। টানা ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার জামিন পেয়ে এরপরদিন মুক্ত হলেন পরীমনি।

Link copied!