• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৬

ডিপজলের পোস্ট, দেশে ফিরছেন নায়ক ফারুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৫:৪৬ পিএম
ডিপজলের পোস্ট, দেশে ফিরছেন নায়ক ফারুক

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় নায়ক ফারুক। সম্প্রতি ঢাকা-১৭ আসনে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে আছেন।

নায়ক ফারুক এখন সুস্থ আছেন। আর তিনি দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

নিজের নিয়মিত ডাক্তারি চেকআপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন ডিপজল। সিঙ্গাপুরে গিয়ে কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের সঙ্গে দেখা করেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘সিঙ্গাপুর এসেই ফারুক মামুর সাথে কথা হয়েছে। ফারুক মামু সুস্থ আছেন, দ্রুত দেশে ফিরবেন তিনি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এদিকে কিছুদিন আগে ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে স্ত্রী ফারহানা পাঠান বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় ফারুক ভাই ভালো আছেন। এ সময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।’

Link copied!