সালমান খানের ছবি মানেই ভক্তদের আকাশচুম্বী প্রত্যাশা। নতুন ছবির নাম ঘোষণা হলে সেই ছবিতে তার চরিত্র, লুক—নানা বিষয় নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দেন তারা।
বলিউড ভাইজান এখন ‘টাইগার-থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবির বিশেষ অংশের শুটিং করতে রাশিয়া উড়াল দিয়েছেন কিছুদিন আগে। সেখানে টানা ৪৫ দিন শুটিং করবেন তিনি।
এদিকে শুটিংয়ের মধ্যেই সালমানের এই ছবির ‘লুক’ ফাঁস হয়ে গেল। সোনালি রঙের চুল আর দাঁড়িতে রাশিয়ার রাস্তায় ক্যামেরায় ধরা পড়েছেন সালমান।
পরিচালক মণীষ শর্মা জানিয়েছেন, এই সিনেমায় যে মানের অ্যাকশন সিক্যুয়েন্স রয়েছে তা আগে কোনো বলিউডের সিনেমায় দেখেননি দর্শক। ‘টাইগার থ্রি’তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।
‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মতো এই ছবিতেও থাকছে টাইগার-জোয়ার মারকাটারি অ্যাকশন। অ্যাকশনে বাজিমাত করতে নতুন লুকে তৈরি ছবির ভিলেন ইমরান হাশমিও।
বলিপাড়া সূত্রে জোর খবর, অস্ট্রিয়া, তুরস্কসহ মোট পাঁচটি দেশে সালমন-ক্যাটরিনা ও কলাকুশলীদের নিয়ে ছবির শুটিং সারবেন পরিচালক।